ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মূলঘর ইউনিয়ন যুব সদস্যদের অংশগ্রহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। এউপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নবলোক পরিষদের সমৃদ্ধি কর্মসূচির যুব প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকাল ১০টায় মূলঘর সড়কে মানবন্ধন শেষে বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল হান্নান। সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের সঞ্চালনায় এসময় প্রাক্তণ প্রধান শিক্ষক অশিষ কুমার রায়, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, নলিনীকান্ত বিশ্বাস, সাবেক মেম্বর নীহার রঞ্জন বাগচী বুলু সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, যুবক-যুবতী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
