ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধার ব্রহ্মডাঙ্গা খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদার বেগম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদমুক্তির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক ও বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাগেরহাট বিএডিসি এরসহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
