স্পোর্টস ডেস্ক:
বিপিএলের দশম আসরে ইমরুল কায়েসকে সরিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব দেয়া হয় লিটন দাসকে। অধিনায়কত্ব পেয়ে আরও দুর্দান্ত হয়ে উঠবেন কী, উল্টো রান করতেই ভুলে গিয়েছিলেন লিটন। প্রথম পাঁচ ম্যাচে ৭৫ স্ট্রাইকরেটে মাত্র ৩৭ রান করেন তিনি। অধিনায়কত্বের চাপেই কী তার এমন বিবর্ণ রূপ? এমন প্রশ্ন যখন জোরাল হচ্ছিল ঠিক তখনই রানে ফেরেন লিটন।
বাজে সময় পেছনে ফেলে ভালোমতোই ফিরেছেন লিটন। লিগ পর্বের শেষ সাত ম্যাচে ১৪০.৮৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন তিনি। এ সময়ই খেলেছেন বিপিএলে তার ক্যারিয়ারসেরা ৮৫ রানের ইনিংসটিও। প্লে-অফের আগে লিগ পর্বে রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে ঢুকে পড়েছেন লিটন। আছেন ৮ নম্বরে।
তবে লক্ষ্যটা আরও বড়। বিপিএলের এবারের আসর শেষ হওয়ার আগে ৪০০ রান পূর্ণ করতে চান লিটন। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে প্লে-অফের আগে নিজের এই লক্ষ্যের কথা জানান কুমিল্লার অধিনায়ক।
লক্ষ্য পূরণে কমপক্ষে দুটি সুযোগ পাবেন লিটন। রংপুরের বিপক্ষে যদি কুমিল্লা জয় পায়, তবে সরাসরি ফাইনালে উঠে যাবে তারা। কিন্তু হারলে থাকছে আরও একটা সুযোগ। সে ক্ষেত্রে এলিমিনেটরে চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচে বিজয়ী দলের সঙ্গে ফাইনালে ওঠার লড়াই করতে হবে তাদের। যেভাবেই হোক, দুটি ম্যাচ হাতে পাচ্ছেন লিটন।
নিজের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘প্রত্যেকটা ব্যাটসম্যান প্রতিদিন রান করবে না, এটাই বাস্তবতা। খুবই যে খারাপ খেলেছি, তা–ও না। প্রায় ৩০০ রানের কাছাকাছি চলে গিয়েছি। যে ভালো খেলেছে, তার হয়তো ৪০০ রান বা এমন কিছু। এখনো হয়তো দুটি খেলা বাকি আছে। দেখা যাক! আমি যদি নিজের পারফরম্যান্সটা করতে পারি, অবশ্যই চার শর বেশি করার সুযোগ থাকবে।’
শুরুর দিকে ছন্দ খুঁজে না পেলেও সময়ের সঙ্গে খোলস থেকে বেরিয়ে এসেছেন লিটন। রান না পেলেও আশা হারাননি কখনোই, এমনটাই জানিয়েছেন এই ব্যাটার, ‘আগেও বলেছি, টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানে একজন ব্যাটসম্যান বা বোলার দুই-তিন ম্যাচ খারাপ খেললেও ঘুরে দাঁড়ানোর সুযোগ সব সময়ই থাকে। আমারও মনে হয়, এই জিনিসটাই ছিল। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি। বলব না যে শতভাগ ফল পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি কাজ করে যাচ্ছি।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা মুখোমুখি এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দলের। ম্যাচে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন লিটন? – লিটন বলেন, ‘চেষ্টা করব! প্রত্যাশা বলতে, কোনো কিছু এ রকম না। প্রত্যাশা নিতে গেলেই চাপ বেশি চলে আসবে। বড় ম্যাচ। যাব, খেলাটা উপভোগ করব। যদি আমার দিন থাকে। দিনটা কাজে লাগানোর চেষ্টা করব।’