নড়াইল অফিস :
এক বিদ্রোহীর পোষ্টারে আরেক বিদ্রোহী প্রার্থীর পোষ্টার মেরে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নড়াইলের কালিয়ার চাচুড়ি ইউপিতে ঘোড়া প্রতীকের প্রার্থী তৌরুত হোসেনের পোষ্টারের উপর আনারস প্রতীকের মেলজার ভ‚ইয়ার পোষ্টার মেরে ঢেকে দেয়া হয়েছে। এই অভিযোগ করেছেন খোদ প্রার্থী তৌরুত হোসেন।
চাচুড়ি ইউপির হাড়িয়ারঘোপ,সুমেরুখোলা সহ কয়েকটি এলাকায় নির্বাচনী আচরনবিধি ভেঙ্গে সহিংসতা তৈরীর প্রচেষ্টা চালানোর লক্ষন দেখা গেছে। এসব এলাকার গাছে,দেয়ালের অন্তঃত একশ স্থানে আনারস প্রতীকের পোষ্টারের নীচে ঘোড়া প্রতীকের পোষ্টার দেখা গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত প্রার্থী মেলজার হোসেন ভূইয়ার সাথে কথা বললে তিনি জানান,পোষ্টার অনেক সময় শিশুরা লাগায় তারা ভাল করতে পারে আবার দুই পক্ষের মধ্যে গন্ডগোল লাগাতে তৃতীয় পক্ষ কাজটা করতে পারে।
অভিযোগকারী তৌরুত হোসেন বলেন,আমরা সুষ্টু নির্বাচন চাই,একটি পক্ষ আগেই গন্ডগোল তৈরীর পায়তারা চালাচ্ছে,জনগনের ভোটেই নির্বাচিত হবো। এ ধরনের নোংরা কাজের তীব্র নিন্দা করছি।
চাচুড়ি ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার বলেন,এরকম কোন কাজ তো করা যাবে না, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীক ছাড়াও আরো ৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।