হোম অন্যান্যসারাদেশ প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে পকেট কাটার আরেক আসামি গ্রেফতার

সংকল্প ডেস্ক :

পাইকগাছায় গত মঙ্গলবার সাংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ কপিলমুনি বধ্যভূমি পরিদর্শন কালে পকেট কাটার আরেক আসামী গ্রেফতার। সোমবার সকালে রুপসা থানার সহতায় পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন ও সুকান্ত কর্মকার তাকে আটক করে। গ্রেফতার ওই ব্যক্তি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের চান্দুয়া সরদারেরর ছেলে ইসমাইল সরদার(৫৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, এর আগে ইসাক শেখের গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে ইসমাইল সরদারকে রুপসা বাস্টান্ড এলাকার বড়বাড়ি খাল পাড় ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। সে ইসাক শেখের সাথে পকেট কাটার কথা স্বীকার করেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে পকেট কাটা সঙ্গবদ্ধ চক্রকে ধরা হয়েছে। তাদের সাথে যারা রয়েছে সবগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সোমবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন