জাতীয় ডেস্ক:
নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিতে তাগিদ দিয়েছেন উচ্চ আদালত।
বিষয়টির সংবেদনশীলতার কথা উল্লেখ করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল-ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘এটা সেনসিটিভ ম্যাটার। বারবার সময় দেয়া হবে না।’
তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলে বাড়তি দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন। তবে তদন্ত শেষ করতে কমিটির আরও দুই মাস সময় লাগবে।’
এর আগে গত ৫ এপ্রিল সুলতানা জেসমিনের মৃত্যু তদন্তে মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।
কমিটিকে জেলা জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাখতে বলা হয়।
এ ঘটনায় জড়িত র্যাব সদস্যদের আপাতত দায়িত্ব থেকে অপসারণেরও নির্দেশ দেন আদালত। এছাড়া মামলা ছাড়া সুলতানা জেসমিনকে গ্রেফতার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।
তবে মামলার রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, আদালতের আদেশের এক মাস দুই দিন পর কমিটি গঠন করা হয়েছে। এ কারণে তদন্ত কাজও পিছিয়ে গেছে।
উল্লেখ্য, সুলতানা জেসমিন নামে ওই নারী নওগাঁ সদর ভূমি অফিসে অফিস সহকারী ছিলেন। গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করে র্যাব। গত শুক্রবার (২৪ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেসমিনের মামা এবং নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জেসমিন। সকাল সাড়ে ১০টার দিকে মুক্তির মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে র্যাবের লোকজন তাকে ধরে নিয়ে যায়। তবে তাকে র্যাবের কোন ক্যাম্পে নেয়া হয়, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি তারা। দুপুর ১২টার পর জানতে পারেন, জেসমিন সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গিয়ে র্যাবের লোকজন দেখতে পান। কিন্তু জেসমিন কোনো কথা বলতে পারছিলেন না। কিছুক্ষণ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। যদিও মরদেহ হস্তান্তর করা হয় শনিবার দুপুরের পর।