আন্তর্জাতিক ডেস্ক:
ট্রেন স্টেশনে বোরখা পরিহিত নিরস্ত্র এক নারীর ওপর গুলি চালিয়েছে ফ্রান্স পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, ওই নারী ট্রেন যাত্রীদের ‘হত্যার হুমকি দেয়ায়’ গুলি চালানো হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে একটি ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে।
একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ওই নারী পুলিশের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পুলিশ কর্মকর্তরা গুলি চালায়। পুলিশ ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল।
ওই নারীকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শোনা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আলাদা দুটি তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রথমটি ওই নারীর কর্মকাণ্ড সম্পর্কিত, অন্যটি পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার ন্যায়সঙ্গত ছিল কিনা, তা নির্ধারণ করা নিয়ে।
ইসরাইল-হামাস সংঘাত নিয়ে ফ্রান্সে তুমুল উত্তেজনার মধ্যেই গুলির এই ঘটনা ঘটল।