হোম আন্তর্জাতিক পোকেমনের নতুন সিজন, থাকছে না পিকাচু

আন্তর্জাতিক ডেস্ক :

২০২৩ সালে পোকেমন অ্যানিমেটেড সিরিজের ২৫তম সিজন শুরু করার ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে পোকেমনের সবচেয়ে জনপ্রিয় আর পছন্দের প্রাণী পিকাচুকে ছাড়াই এই সিজন শুরু হবে।

অ্যানিমেটি সর্বপ্রথম সম্প্রচারিত হয় ১৯৯৭ সালের ১ এপ্রিল জাপানের টিভি টোকিওতে। পরবর্তীতে ১৯৯৮ সালের ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় অনূদিত ও সম্প্রচারিত হয়।

পোকেমন ওয়ার্ল্ড করোনেশন সিরিজ জিতে পরবর্তী অ্যাডভেঞ্চার লিকো এবং রয় নামের নতুন চরিত্রে ফোকাস করবে৷

নির্মাতারা জানিয়েছেন, এটিতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব এবং পোকেমনসহ অ্যানিমেশন সম্পর্কে (দর্শকদের) ভালোবাসার সব কিছুর প্রতিনিধিত্ব থাকবে।

পোকেমনের প্রথম মুভি ১৯৯৬ সালে গেম বয় শিরোনামে ‘পকেট মনস্টারস: রেড’এবং ‘পকেট মনস্টারস: গ্রিন’ প্রথম জাপানে মুক্তি পায়।

পোকেমন জগতে বর্তমানে নয়শোর বেশি পোকেমন প্রজাতি রয়েছে। পোকেমন অ্যানিমের সর্বমোট ২৪টি সিজনের এক হাজার ১৮৬টি এপিসোড এবং ১২২টি গেম এসেছে। এর রয়েছে ২৩টি অ্যানিমেটেড ফিল্ম ও একটি লাইভ অ্যাকশন ফিল্ম। এছাড়া রয়েছে ট্রেডিং কার্ড গেম, খেলনা, বই, কমিক বুক, গান, এবং থিম পার্ক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন