হোম খেলাধুলা পেস ডিপার্টমেন্ট থেকে অনুপ্রেরণা নিচ্ছেন মুশফিক হাসান

খেলাধূলা ডেস্ক:

প্রথমবারের মতো বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন পেসার মুশফিক হাসান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। রানআপ ও অ্যাকশনে মিল থাকার কারণে এ পেসার অনুসরণ করেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে। তবে মুশফিক অনুপ্রেরণা পান বাংলাদেশ দলের পেস বিভাগ থেকে। বৃহস্পতিবার (৮ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

মিরপুরে বৃহস্পতিবার অনুশীলন করেছেন মুশফিক। এরপর গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে এখন বাংলাদেশের পেসারদের দেখেই অনেক কিছু শেখার আছে। উনারা অনেক পরিশ্রম করে। আমাকে অনেক সাহায্য করতেছে, অনেক বেশি সহায়ক। আমি মনে করি সবমিলিয়ে আমি ভাগ্যবান।’

ক্যাম্পে যোগ দেয়ার পর তাসকিনরা মুশফিককে অভিনন্দন জানিয়েছেন। এ সম্পর্কে মুশফিক বলেন, ‘আজকে যখন ক্যাম্পে প্রথম যোগ দিয়েছি তখন তাসকিন ভাই সহ সব পেসাররা অভিনন্দন জানিয়েছে। আমি যদি এখন কাউকে অনুসরণ করি সেটা বাংলাদেশের পেস বোলাররা।’

রাবাদাকে অনুসরণ করার ব্যাপারে মুশফিক বলেন, ‘আমি রাবাদাকে অনুসরণ করি যখন উনি অনূর্ধ্ব-১৯ খেলছিলেন। উনার অ্যাকশন ও আমার অ্যাকশন কাছাকাছি। উনার রানআপ, আগ্রাসন সবকিছুই ভালো লাগে। সে কারণে উনাকে ফলো করি।’

মুশফিক আরও বলেন, ‘আত্মবিশ্বাস না থাকলে এখানে (জাতীয় দলে) আসতে পারতাম না। তাই না? বড় ভাইরা ভালো করতেছে আমরা দেখে অনুপ্রাণিত হই। প্রথম শ্রেণির ক্রিকেট, এনসিএল, বিসিএল যেভাবে খেলেছিলাম, জাতীয় দলে সুযোগ পেলেও সেভাবে খেলব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন