হোম আন্তর্জাতিক পেলোসির সফরে শান্ত থাকার আহ্বান দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরা।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘আমাদের সরকারের অবস্থান হলো, আমরা সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখব।’

পেলোসি তাইওয়ানের পর দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে। বুধবারের মধ্যে তার সিউলে যাওয়ার কথা রয়েছে।

এদিকে তাইওয়ানের জলসীমায় চীনের সামরিক মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান।

অন্যদিকে পেলোসির তাইওয়ান সফরকে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সারিতে রয়েছেন পেলোসি। বিগত ২৫ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের নির্বাচিত উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা তাইওয়ান সফর করছেন।

বেইজিং (চীন) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ানে পেলোসির উপস্থিতিকে একটি সুস্পষ্ট উসকানি এবং এটি উত্তেজনা ও হুমকি আরও বাড়িয়ে দিয়েছে।

তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে চীন। অপরদিকে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন থেকে দাবি করে আসছে তাইওয়ান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন