হোম ফিচার পূজামণ্ডপে সহিংসতায় আ.লীগের নেতাকর্মীরা দায়ী: আমীর খসরু

রাজনীতি ডেস্ক :

দেশে বিভিন্ন সময় পূজামণ্ডপগুলোতে সহিংসতার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত বছর পূজায় সাম্প্রদায়িক সহিংসতার জন্য আওয়ামী লীগই দায়ী। এখন পর্যন্ত দুর্গাপূজায় যত ধরনের সহিংসতা ও মণ্ডপ ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরাই দায়ী। আর এ কারণেই কোনো ঘটনার বিচার হয় না।

যে ছাত্রলীগ মণ্ডপ ভাঙে তাদের মণ্ডপ পাহারার দায়িত্ব দেয়া হচ্ছে। তাহলে পুলিশের কিংবা রাষ্ট্রের দায়িত্ব কী? এমন প্রশ্নও তোলেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই বাংলাদেশি। সবার সমান অধিকার। আর বিএনপির রাজনীতি তাই ধারণ করে। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। যারা ধারণ করে না, তারাই এ কথা বারবার বলে।

স্বাধীনতার পর থেকে যত হিন্দুর সম্পত্তি দখল হয়েছে তার ৮০ ভাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করেছে বলেও অভিযোগ করেন আমীর খসরু।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন