হোম জাতীয় পুলিশের ‘চাদাবাজি’, মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক :

মাদারীপুরের রাজৈরে হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এ সময় মহাসড়ক দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশের আশ্বাসে ১ ঘণ্টা পরে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

ইজিবাইক চালকদের অভিযোগ, জীবন-জীবিকা চালাতে মহাসড়কে ইজিবাইক চালাচ্ছে হাজার হাজার মানুষ। এই ইজিবাইক চালাতে প্রতিনিয়তই হাইওয়ে পুলিশকে চাঁদা দিতে হয়। মাসিক ও দৈনিক বিভিন্ন হারে চাঁদা না দিলে ইজিবাইক আটক ও মামলা দিয়ে হয়রানি করা হয়। হাইওয়ে পুলিশের মানসিক ও অর্থনৈতিক নির্যাতনে তাদের সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতি থেকে প্রতিকার পেতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড অবরোধ করেন চালকরা।

এ সময় মহাসড়ক দুইপাশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে রাজৈর থানা পুলিশের আশ্বাসে বেলা ১২টা দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

ইজিবাইক চালক মনিরুজ্জামান জানান, পৌরসভা এলাকার মধ্যেও নির্বিঘ্নে চলাচল করতে পারলে ঋণের টাকা পরিশোধের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে কোনো রকম বাচঁতে পারব। কিন্তু মোস্তফাপুর হাইওয়ে পুলিশের নির্যাতনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

মাদারীপুরের মাস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল এই অভিযোগ অস্বীকার করে বলেন, মহাসড়কে এই তিনচাকার যান চলাচল নিষিদ্ধ। চলাচলে বাধা দিলে মিথ্যে অভিযোগ এনে তারা সড়ক অবরোধ করেন। পরে থানা পুলিশের সহায়তা সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়।

মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমাধানে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন