নিজস্ব প্রতিনিধি :
শহরের পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়ায় স্টিলের দোকানের কর্মচারী আছাদুল ইসলাম (রানা) কে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকাল আনু. ৩ টার দিকে পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়াস্থ আল আমিনের বাড়ির সামনে রাস্তার উপর ঘটে। এতে ভুক্তভোগী পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আছাদুল ইসলাম বাদী হয়ে রামচন্দ্রপুর এলাকার মোস্তাফার ছেলে রায়হানকে প্রধান করে সর্বমোট ৪জনের নামে সাতক্ষীরা থানায় এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়া এলাকার আল আমিনের স্টিলের দোকানের কর্মচারী আছাদুল ইসলাম (রানা) বৃহস্পতিবার বিকাল আনু. ৩ টার দিকে দোকান মালিক আল আমিনের সাথে তার বাড়িতে যায়। আল আমিনের বাড়িতে থাকাকালীন বিকালে আসরের আযান দিলে আনু. ৪ টার দিকে আসরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আল আমিনের বাড়ি থেকে আছাদুল ইসলাম রাস্তার বাহির হলে আসামীদের হাতে থাকা লোহার রড়, বাঁশের লাঠি, ধারালো দা সহকারে মোটর সাইকেল যোগে পথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালাগালি করত, আছাদুল ইসলামকে খুন জখম করতে উদ্যত হলে প্রাণের ভয়ে দৌড়ে পালাইয়া আল আমিনের বাড়ির মধ্যে যায়। তখন আসামীরা আল আমিনের বাড়ির মধ্যে অনধিকারভাবে প্রবেশ করিয়া আছাদুল ইসলামকে লোহার রড়, বাঁশের লাঠি দিয়া এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। সে সময় রামচন্দ্রপুর এলাকার মোস্তাফার ছেলে রায়হানের হাতে থাকা ধারালো দা দিয়ে আছাদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পার্শ্বের কোপ মারিয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম করে।
এছাড়াও মারপিটের সময়ে আছাদুল মাটিতে নুইয়ে পড়িলে রামচন্দ্রপুর এলাকার মৃত. ছবেদ আলী এর মেয়ে মোছা. রাশিদা খাতুন, আব্দুল্লাহ’র ছেলে মোস্তফা ও মোস্তফা এর ছেলে বোরহানসহ অন্যান্যদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড় দিয়ে তার (আছাদুল ইসলাম) শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ভাবে পিটাইয়া কাটা রক্তাক্ত জখম করে। তখন স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে জানতে সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর সেল ফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি।
