হোম জাতীয় পুঁজিবাজারের সূচকে বড় পতন

জাতীয় ডেস্ক :

ধারাবাহিকভাবে প্রতিদিনই কমছে পুঁজিবাজারে সূচক। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ কার্যদিবসের মধ্যে শুধুমাত্র এক দিনই ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সূচক। তাছাড়া বাকি ছয় দিনই সূচক হ্রাস পেয়েছে ২৬৩ পয়েন্ট।

সোমবার (৮ নভেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স হ্রাস পেয়ে ৫৬ পয়েন্টে অবস্থান করছে। এর পাশাপাশি হ্রাস পেয়েছে লেনদেনের পরিমাণও।

এ দিনে লেনদেন হয়েছে ১ হাজার ৭৫ কোটি টাকার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৫ কোটি টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৫টির, হ্রাস পেয়েছে ২৯৫টির ও ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এ দিকে রোববার (৭ নভেম্বর) লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টা সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে এর পর থেকেই পয়েন্ট হারাতে থাকে সূচক।

এ দিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করছিল। রোববার সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন