হোম অন্যান্যসারাদেশ পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় শেখ রাসেল শিশু পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদার।

পিলজংগ ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম।

পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার ধর এর স লনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সাংগঠনিক সম্পাদক হিটলার গোলদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রভাষক অঞ্জন কুমার দে পুনরায় পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোড়ল জাহিদুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন