হোম জাতীয় পিরোজপুরে বিউটিশিয়ানের রহস্যজনক মৃত্যু

জাতীয় ডেস্ক :

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোমবার দুপুরে শাম্মী আক্তার (৪০) নামের এক বিউটিশিয়ান নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী শেখ সিরাজুল সালেকিন ও ছেলে সাইমকে আটক করেছে পুলিশ।

দুই সন্তানের জননী শাম্মী পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী শেখ সিরাজুল সালেকিনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাম্মী আক্তার মঠবাড়িয়ার কেএম লতীফ সুপার মাকেটের দ্বিতীয় তলায় দশ বছর ধরে পার্লারের ব্যবসা করে আসছিলেন। প্রথম স্বামী মারা যাওয়ার পর সেই সংসারের দুই সন্তান নিয়ে মঠবাড়িয়ার থানাপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। দুই বছর আগে তিনি আবার বিয়ে করেন। সোমবার ছিল তাদের বিবাহবার্ষিকী। সে উপলক্ষে স্বামী সালেকিন ঢাকা থেকে রোববার (৭ আগস্ট) মঠবাড়িয়া আসেন। রাতে তিনি স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

শাম্মীর স্বামী সালেকিনের দাবি, ভোরে তার স্ত্রীকে বিছানায় অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে চিকিৎসক শাম্মীকে মৃত্যু ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় তার স্বামী শেখ সিরাজুল সালেকিন ও ছেলে সাইমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন