পিরোজপুর অফিস :
পিরোজপুরের মঠবাড়িয়ায় চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। পুলিশ রবিবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় ইউসুফ মাতুব্বরের নির্মাণ স্থবির একটি বাড়ির বালুর স্তুপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে। এসময় লাশের শরীরে কালো গেঞ্জি ও প্যান্ট পরিহিত ছিল।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার (১১এপ্রিল) ঘটনাস্থলের আশপাশে অজ্ঞাত স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের আশে পাশে দুর্গন্ধের অনুসন্ধান চালায়। একপর্যায় সড়ক সংলগ্ন স্থানীয় ইউসুফ মাতুব্ববর এর নির্মাণ স্থবির একটি পরিত্যাক্ত ভবনের মধ্যে বালুর স্তুপের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় মেলেনি স্থানীয় মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ বালুর স্তুপে পুঁতে রাখে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি তার এলাকার কেউ নন বলে তিনি নিশ্চিত করেন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মানসুদুজ্জামান মিলু বলেন, বালুর স্তুপের মধ্য থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ বালুর মধ্যে লুকিয়ে রাখে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।