হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরের মঠবাড়িয়ার একটি মাদক মামলায় এক যুবকের ১২ বছর সশ্রম কারাদন্ড ও ৭ হাজার টাকা জরিমানা

পিরোজপুর অফিস :

পিরোজপুরের মঠবাড়িয়ার একটি মাদক মামলায় মোঃ কালাম নামের এক যুবকের ১২ বছর সশ্রম কারাদন্ড ও ৭ হাজার টাকা জরিমানা করেছে পিরোজপুরের একটি আদালত। উক্ত মামলায় জরিমানার টাকা অনাদায়ে আরো ২ বছর ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম ন‚রুল ইসলাম এ রায় দেন।

মামলা সূত্রে জানাগেছে, গত ২০১৪ সালের ২৮ মে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ষ্টীমার ঘাট থেকে দুই জন মহিলা ও কালাম নামের এক জন পুরুষ নামলে কর্তব্যরত পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশ কালামকে ব্যাগ সহ আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ৪ লক্ষ টাকা মূল্যের ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাচ কেজি গাঁজা উদ্ধার করে। মামলাটি দায়রা আদালতে পাঠালে সেশন মামলা নং ৩৬৬/১৬ সেশন রূপে নম্বরভুক্ত করেন।

পরে ২০১৬ সালের ১৯ অক্টোবর আসামী মোঃ কালাম, মোসাঃ লাইজু ও মোসাঃ নাজমা এর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৭(খ), ৯ (খ) নং ধারায় অভিযোগ এবং আসামী মিরাজ আকন, মোঃ ওবায়দুল, মোঃ রাসেল, মোঃ রিয়াজ ও মোঃ মানিক মোল্লা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৭(খ), ৯(খ)/২৫ নং ধারায় অভিযোগ গঠন করা হয়। আজ সোমবার পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম ন‚রুল ইসলাম এ রায় দেন।

পলাতক মো: কালামের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ধারার টেবিলের ৯(খ) নং ক্রমিকের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ১৯(১) ধারার টেবিলের ৭(ক) নং ক্রমিকের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ২ বছর সশ্রম কারাদন্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। পলাতক কালাম মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রক্তন আলীর ছেলে। এ মামলার অন্য আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাশ প্রদান করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন