পিরোজপুর অফিস :
পিরোজপুরের কুমিরমারা ফেরিঘাটে কাষ্টমস কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি পল্টুনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ হিল কাফি খুলনা থেকে পটুয়াখালী তার মামার বাসায় স্ত্রী শারমিন কবির ও ৭ বছরের একমাত্র ছেলে আমের আব্দুল্লাহর কাছে যাচ্ছিলেন। ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ হিল কাফি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লার ছেলে।
আব্দুল্লাহ হিল কাফির বহনকারি গাড়ির ড্রাইভার ইব্রাহিম বলেন,স্যার পড়ে যাওয়ার সময় আমি দেখতে পাইনি। অন্য লোকদের মুখে শুনে আমি স্যারকে খুঁজতে থাকি। না পেয়ে তাকে মোবাইল করি কিন্তু তার মোবাইল বন্ধ পাই। তখন অনেকে বলতে ছিলো যে লোক নদীতে পড়ে গেছে তার মাথায় চুল কম। আমি তখন নিশ্চিত হই স্যার নদীতে পড়ে গেছে। পরে আমি পটুয়াখালী তার মামার কাছে জানাই।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী থেকে নিখোঁজ আব্দুল্লাহ হিল কাফি স্ত্রী শারমিন কবির ও মামা জাহিদুর রহমান ইমন ঘটনাস্থলে এসে পৌছেছেন।
নিখোঁজ ব্যাক্তির মামা জাহিদুর রহমান ইমন বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। আব্দুল্লাহ হিল কাফি সাতক্ষিরার ভোমরা স্থল বন্দর থেকে সম্প্রতি খুলনা কাষ্টমস অফিসে বদলি হয়েছিলো। আজ ছিলো আব্দুল্লাহ হিল কাফির জন্মদিন। সে আমাদের পটুয়াখালির বাসায়ই যাচ্ছিল। আয়োজন করা হয়েছিলো জন্মদিনের অনুষ্ঠান। তার স্ত্রী ও একমাত্র ছেলে আমাদের বাসায় আগে থেকেই বেড়াতে আসছিলো। তারা স্থায়ীভাবে ভাবে ঢাকার ফার্মগেটে একটি বাড়িতে থাকে।
ফায়ার সার্ভিজ সূত্রে জানা গেছে যতক্ষন পর্যন্ত আব্দুল্লাহ হিল কাফির খোঁজ পাওয়া না যাবে ততক্ষন উদ্ধার অভিযান চলবে।
পুলিশ সুপার (সদ্য পদন্নিত) মোল্লা আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি এবং উদ্ধার তৎপরতায় অংশ নেই। আমরা যত ধরনের কৌশল ছিলো প্রয়োগ করার চেষ্টা করেছি নিখোঁজ ব্যাক্তিকে খুজে পাওয়ার জন্য। ফায়ার সার্র্ভিসে খবর দিয়েছি। যতক্ষণ নিখোঁজ ব্যাক্তিকে খুজে না পাবো অভিযান পরিচালনা করে যাবো।
