হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরের কাউখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 130 ভিউজ

পিরোজপুর অফিস :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দুর্ভোগে পড়া কর্মহীন দিনমজুর, দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না তার ব্যক্তিগত তহবিল থেকে আজ রবিবার দুপুরে কাউখালী উপজেলায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

সারাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রমণ রোধে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। যার ফলে দিনমজুর, দুস্থ অসহায়, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বাহিরে বের না হতে পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ কারণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাউখালী উপজেলার ১ হাজার পরিবারের মাঝে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার পক্ষে আজ রবিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনিল কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু প্রমুখ।

আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না বলেন করোনা ভাইরাসের কারনে দূর্ভোগে পরা দূস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুরদের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে যতদিন এই করোনার প্রভাব থাকবে ততদিন এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন