হোম ফিচার পিঠে অক্সিজেন সিলিন্ডিার বেঁধে বাইকে চেপে কোভিড-১৯ আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালরে পথে ছেলে ।

ঝালকাঠি প্রতিনিধি :

পিঠে অক্সিজেন সিলিন্ডিার বেঁধে কোভিড-১৯ আক্রান্ত মাকে নিয়ে বাইকে চেপে হাসপাতালরে পথে বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ কৃষি ব্যাংক, গাভারামচন্দপুর শাখার ব্যবস্থাপক জিয়াউল হাসান। এ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের কষ্ট দূর করার জন্য নিজের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটর সাইকেল চালিয়ে হাসপাতালে ছুটছেন ছেলে। শনবিার সন্ধ্যা থেকে এমন একটি ছবি ঘুরে রেড়াচ্ছে সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে।এই ছবিটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা।

কোভিড-১৯ আক্রান্ত ওই মা রেহানা পারভিন। ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের বাসিন্দা। রেহানা পারভিন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম মোল্লার স্ত্রী ।তার বয়স ৫৭ বছর। কিছুদিন আগে তার শরীরে করোনার উপর্সগ দেখা দেয়। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।

রেহানা পারভিনের বোনের ছেলে নাঈম হোসেন জানান, আমার খালা রেহানা পারভিন করোনা আক্রান্ত হওয়ায় তাকে কেউ হাসপাতালে নিতে চাচ্ছিলেন না। অনেক যায়গায় ফোন করে অ্যাম্বুলেন্স ও পাওয়া যায়নি। এমন অবস্থায় তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তাই তাকে মোটরসাইকেলে নিয়েই রওনা হন তার ছেলে জিয়াউল হাসান। জিয়াউল হাসান বলনে, তার মা যাতে পথে অক্সিজেনের অভাবে বেশি অসুস্থ হয়ে না পড়ে সেজন্য তিনি পিঠের সাথে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নেন। তার মা অক্সিজেন মাস্ক পরা ছিলেন।

রেহানা পারভীনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে র্ভতি করা হয়েছে বলে নিশ্চিত করেন তার বোনের ছেলে নাঈম হোসেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশেরে ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ টুটুল বলেন, এ অবস্থা দেখে ওই মোটর সাইকেল চালককে কিছু আর বলার ছিল না। তাই তাকে দ্রুত যেতে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন