হোম খেলাধুলা পিএসএল ফাইনাল খেলবেন কি না, জানালেন রশিদ

খেলাধূলা ডেস্ক :

গুঞ্জন উঠেছিল, পিএসএলের ফাইনাল খেলতে যাচ্ছেন রশিদ খান। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আফগান লেগ স্পিনার। পিএসএলের ফাইনাল খেলবেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটারে রশিদ নিশ্চিত করেন, জাতীয় দলের খেলা রেখে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগটি খেলতে যাবেন না। নিজের টুইট বার্তায় রশিদ লেখেন, ‘এটা উত্তম হতো যদি লাহোর কালান্দর্সের হয়ে পিএসলের ফাইনালে খেলতে পারতাম। কিন্তু জাতীয় দলের খেলা না থাকায় আমি পাকিস্তানে যেতে পারছি না।’

লাহোর কালান্দর্সের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়ে টুইটারে রশিদ আরও লেখেন, ‘আমার কাছে সবকিছুর আগে নিজের দেশের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। তবে আমি আমার অধিনায়ক শাহিন আফ্রিদি ও দলকে ফাইনালের জন্য শুভকামনা জানাচ্ছি।’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের একটি ম্যাচ এখনও বাকি, বাকি আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

জিও নিউজ জানিয়েছিল, রশিদ খানকে মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালে পাচ্ছে শাহিন শাহ আফ্রিদির লাহোর। রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে সকল শঙ্কা উড়িয়ে দিয়ে রশিদ জানালেন তিনি নিজের দেশকেই সবার প্রথমে সার্ভিস দিতে চান।

এর আগে পাকিস্তান সুপার লিগ ছেড়ে আসার সময় রশিদ খানকে গার্ড অব অনার দেয় লাহোর কালান্দর্সের সতীর্থরা। দলের ম্যাচ বাকি সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগেভাগেই পাকিস্তান ছেড়েছিলেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচ শেষে রশিদকে গার্ড অব অনার দেওয়া হয়। পিএসএলের এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ খান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন