রাজনীতি ডেস্ক :
বিএনপির আন্দোলনে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার উদার বলেই বিএনপি সভা-সমাবেশ করতে পারছে।
রোববার (৬ নভেম্বর) সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সারা দেশে সভা-সমাবেশে সোচ্চার হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে মরিয়া দল দুটির নেতারা।
জাতীয় প্রেসক্লাবে রোববার সকালে ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে দমননীতি চালাচ্ছে সরকার। হামলা করে, মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না।
এদিকে টঙ্গীতে একটি প্রকল্পের উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে। বিএনপির আন্দোলনে সরকার কোনো বাধা দিচ্ছে না।
বিএনপির যেকোনো সহিংস আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।