হোম অন্যান্যসারাদেশ পারুলিয়া ইউনিয়নে উপকারভোগীদের তালিকা যাচাই কার্যক্রম অনুষ্টিত

পারুলিয়া ইউনিয়নে উপকারভোগীদের তালিকা যাচাই কার্যক্রম অনুষ্টিত

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়নকারী সংস্থা সুশীলন কর্তৃক পারুলিয়া ইউনিয়নের ০৯ টি গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দেবহাটা এরিয়া প্রোগ্রাম পরিচালিত কভার রেসপন্স কার্যক্রমের ২য় পর্যায়ের উপকারভোগীদের প্রাক-প্রাথমিক তালিকা যাচাই বাছাই সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উক্ত যাচাই বাছাই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত পারুলিয়া ইউনিয়নের সকল গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে দেবহাটা এরিয়া প্রোগ্রাম পরিচালিত কভার রেসপন্স এর আওতায় নগদ অর্থ সহায়তা, হাইজিন কিট সহায়তা, কৃষি বীজ বিতরন, ৬-২৩ মাস বয়সী শিশুদের জন্য পুষ্টিকনা বিতরন এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মধ্যে আয়রন ট্যাবলেট, ফলিক এসিড ও ক্যালবো-ডি ট্যাবলেট প্রদানের জন্য সম্ভাব্য উপকারভোগীদের প্রাক-প্রাথমিক তালিকা চুড়ান্ত করা হয়।

সভায় গ্রাম উন্নয়ন কমিটি সমুহের নেতৃবৃন্দের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার পল ভক্ত মণ্ডল এবং সুশীলনের প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন