দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার পারুলিয়াতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির বিশেষ বরাদ্দে সোলার স্ট্রিট লাইট স্থাপন শুরু হয়েছে। রবিবার বেলা ১১ টায় দেবহাটার পারুলিয়া বিশ্বাসবাড়ী মসজিদের সামনে স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রথম দিনেই পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয় এবং পর্যায়ক্রমে প্রত্যেক এলাকায় এসকল স্ট্রিট লাইট স্থাপন করা হবে।