হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটা বড়বিলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ও সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন

পাটকেলঘাটা বড়বিলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ও সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 109 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটা বড়বিলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ও সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসাটির সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মাদ্রসা প্রতিষ্ঠাতার ছেলে আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউল আলম সুমন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, পাটকেলঘাটা হারুনার রশিদ কলেজ ছাত্রলীগ সভাপতি ওসমান গণি, মাদ্রসাটির শিক্ষক আমিনুর রহমান, অফিস সহকারী খলিলুর রহমান, অভিভাবক আব্দুল আলিম, আব্দুল খালেক, আব্দুস সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, মাদ্রসাটির সভাপতি শেখ আব্দুল হাই ও সুপার আয়ুব আলী সম্প্রতি অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে দুই জনকে নিয়োগ দিয়ে ২০ লক্ষাধিক টাকা বাণিজ্য করেছেন। বক্তারা এ সময় এই অবৈধ নিয়োগ বাতিলসহ মাদ্রাসা সুপারের অপসারনের জোর দাবী জানান। একই সাথে এই অবৈধ নিয়োগ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের সকলের আইনের আওতায় আনার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন