হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে অবস্থিত রিপোর্টার্স ক্লাবের এক আলোচনা সভায় ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম রাজু আহবায়ক এবং দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সীমান্ত নিউজের প্রকাশক মোঃ খলিলুর রহমানকে সদস্য সচিক করা হয়। বর্তমানে আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

এসময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি , সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষা, নিরাপত্তা রক্ষা করবে এ সংগঠন। এছাড়া পাটকেলঘাটার সার্বিক উন্নয়নে ইতিবাচক সংবাদ পরিবেশনে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা রাখবে সংগঠনকি এজন্য সকলে সহযোগিতা কামনার করেন তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন