হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতে ২ বাল্য বিবাহে  জরিমানা প্রদান 
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক দুটি বাল্য বিবাহ বন্ধ সহ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার(১৫জানুয়ারি)বেলা ৩টার দিকে  থানার,  নগরঘাটা ইউনিয়নের আমানাত মোড়লেরর  মেয়ে নগরঘাটা আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মারুফা খাতুনেরর  (১৬)   বিয়ের আয়োজন চলছিল । একই সময় পার্শ্ববর্তী   ধানদিয়া ইউনিয়নের  আঃ আলিম সরদারের  মেয়ে ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  ৭ম শ্রেণীর ছাত্রী মারুফা খাতুন (১৫) বিয়েও জাঁকজমকপূর্ণ আয়োজন করে পরিবারটি  । গোপন সংবাদের ভিত্তিতে  তাৎক্ষণিকভাবে তালা সহকারী ভূমি কমিশনার  ঘটনা স্থানে গিয়ে  বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে (০২) জনের অভিভাবক-কে ৫,০০০ করে মোট ১০,০০০ (দশ হাজার  টাকা) জরিমানা প্রদান করেন ।  আজ বিকালে  তালা সহকারী ভূমি কমিশনার এস এম তারেক সুলতান  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন