হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় ব্যবসায়ীর দোকানে চুরি সংগঠিত

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটার কুমিরায় একটি পাটের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে মোড়ল ট্রেডার্সের সত্ত্বাধিকারী আমাজাদ হোসেন নামে এক ব্যবসায়ী দোকানে চুরির ঘটনাটি ঘটে। এদিকে চুরির ঘটনাটি জানান পর শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় সহ ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসার পর সকালে লোক মুখে শুনি দোকানের শাটার খোলা রয়েছে। ধারনা করা হচ্ছে গভীর রাতে চোরেরা দোকানের সাটারে তালা ভেঙ্গে ট্রাক ভর্তি করে ৭০মন পাট নিয়ে গেছে ।বিষয়টি দেখার পর পাটকেলঘাটা থানাকে বিষয়টি অবহিত করা হয় ।চুরিকৃত পাটের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩লক্ষ টাকা বলে জানান ওই ব্যবসায়ী।

নাজমুল হাসান মিঠু নামে কুমিরা এলাকার কৃষকলীগ নেতা জানান, কুমিরা প্রতিনিয়ত মোটর-চুরি ,পান, সাইকেল চুরির মত ঘটনা প্রতিনিয়ত ঘটনা ঘটেই চলেছে।বর্তমানে চোরের দৌরত্বের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন