হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় জোরপূর্বক কবরাস্থানের সম্পত্তি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি :

আদালতের নির্দেশ উপেক্ষা করে জোর পূর্বক কবরাস্থানে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে একদল ভুমিদূস্যদের বিরুদ্ধে। বুধবার সকালে পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকায় দক্ষিণ সারসা গ্রামে ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার পর মামলা করলেও স্থানীয় প্রভাবশালীদের মদদের কারনে রাতারাতি সম্পত্তি দখলের সম্ভবনা রয়েছে বলে ভুক্তভোগী পরিবারের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

সরজমিনে গেলে মামলার বাদী সাইফুল্লাহ শেখ ও তার দৌহিত্র আবুজাহার হোসেন জানান, সারসা মৌজার ১৯১০দাগের. ২৫ শতাংশ জমি নিয়ে একই এলাকার মৃত গোপাল শেখের ছেলে মোসলেম শেখ, মুজিবর শেখ, তকিবর শেখ গংদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বর্তমানে ওই জায়গায় পূর্বপুরুষদের ৭০/৮০টি মত কবর রয়েছে। এছাড়া জমিসংক্রান্ত জটিলতা নিয়ে সাতক্ষীরা দেওয়ানী ও অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। আজ বুধবার সকালে পুনরায় কবরাস্থানে জমি দখলের চেষ্টা চালায় ভুমিদূস্যুরা। প্রায় ঘন্টাব্যাপি দখলযজ্ঞ শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।

পাটকেলঘাটা থানার উপ -পরিদর্শক (এস, আই)হানিফ মুন্সী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এই ঘটনায় পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যান্ত উভয় পক্ষকে জমিতে প্রবেশে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করে মোসলেম শেখ ও মুজিবর শেখ গং’রা জানান,ওই সম্পত্তি স্বপক্ষে আমাদের আদালতের রায় সহ বর্তমানে জরিপ রের্কড রয়েছে। আমরা শুধু আমাদের জমিতে গিয়েছিলাম তবে হামলার কোন ঘটনা ঘটেনি বলে দাবী তাদের। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, বিশৃঙ্খলা এড়াতে দুপক্ষকে থানায় ডাকা হয়েছে।সকল কাগজ পত্র পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন