হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় ২৫ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম মিলন দাশ (২৮)। সে থানার কাশিপুর গ্রামের অধীর দাশের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে থানার বড়কাশিপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পাটকেলঘাটা থানা পরিদর্শক নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-১২। রবিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন