নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটার ফুড গোডাউনের সামনে মেসার্স মুন এটারপ্রাইজের মালিক আব্দুর রব পলাশের ডিলার হাউজে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা খাদ্য কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর বিশ্বাস, স্বপন কুমার, ছাত্রলীগ নেতা রায়হান হোসেন একরামুল হক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য সারা বিশ্বে দ্রব্য মূল্য উদ্ধগতির কারনে আমাদের দেশেও প্রভাব পড়েছে। তাই চাউলের বাজার নিয়ন্ত্রন সহ দরিদ্র মানুষকে কম মূল্য চাল দিতে সরকার এ উদ্যোগ নিয়েছে। সপ্তাহে ছুটিরদিন বাদে বাকী ৫ দিন ৪ শত হত দরিদ্র মানুষের মাঝে চাল বিক্রি করা হবে বলে বক্তরা জানান।
