বাগেরহাট প্রতিনিধি:
মোংলা বন্দরে আমদানী হওয়া কয়লা পরিবহন কালে পাচারের সময় ৬৬০ মেট্রিকটন কয়লাসহ ৪১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় কয়লা পরিবহন কাজে ব্যবহত লাইটার এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহত ট্রলার তানজিলা -২ কে জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়ায় অনস্থানরত একটি বানিজ্যিক জাহাজ ৬৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্যেশে বরিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে রওয়ানা হয় এমভি আল রতনা নামক লাইটার। পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা -২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর অবহিত হয়ে অভিযানে নামে। কোস্টগার্ডের অভিযানে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যাক্তিকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দল। পরে দুপুরে পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।