খেলাধূলা ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শনিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন সদস্যের কমিটিতে আফ্রিদি সঙ্গী হিসেবে পেয়েছেন এক সময়ের সতীর্থ আব্দুল রাজ্জাক ও রাও ইফিতিখারকে।
জানা গেছে, নিয়োগপ্রাপ্ত নির্বাচকরা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন।
সরকার বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। ইমরান খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ নিয়ে গুঞ্জন ছিল। একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পিসিবির প্রধানের পদ হারিয়েছেন রমিজ রাজা। নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি।
তাকে প্রধান করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর ২০১৯ সালের নতুন গঠনতন্ত্র অনুযায়ী গঠিত সব কমিটি ভেঙে দেন বোর্ড প্রধান। সে হিসেবে নির্বাচক প্রধান মোহাম্মদ ওয়াসিমকেও সরিয়ে দেয়া হয়। আর ওয়াসিমের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি।
এদিকে, আফ্রিদিকে নির্বাচক কমিটির প্রধান হিসেবে পেয়ে খুশি বোর্ড প্রধান নাজাম শেঠি। এক বিবৃতিতে নতুন এই কমিটির ওপর আস্থা রেখে তিনি বলেন, হাতে অল্প সময় থাকলেও এরই মধ্যে নিজের কার্যকারিতা দেখাতে পারবেন আফ্রিদি।
এর আগে ১৪ সদস্যের ওই পরিচালনা পর্ষদে আফ্রিদির নাম ঘোষণা করা হয়েছিল। শুরুতে অবশ্য তিনি নতুন দায়িত্বে তেমন আগ্রহী ছিলেন না। কারণ হিসেবে জানান, দাতব্য সংস্থার কাজে ব্যস্ত থাকায় বোর্ডের দায়িত্ব নেয়াটা ঠিক হবে না। পরে অবশ্য নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।