হোম খুলনা পাইকগাছায় সরকারী সম্পত্তি দখল করায় ইউপি সদস্য সহ দু’জনকে জেল জরিমানা

পাইকগাছায় সরকারী সম্পত্তি দখল করায় ইউপি সদস্য সহ দু’জনকে জেল জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় সরকারী সম্পতি দখল করে স্থাপনা ও সরকারী চরভরটী খালে বাঁধ দেয়ায় গত দু-দিনে ভ্রাম্যমান আদালতে ইউপি সদস্যসহ দুজনকে জেল জরিমনা দেয়া হয়েছে।

উপজেলার মৌখালী বাজারের পাশে অবস্থিত সরকারী সম্পত্তির উপর স্থাপনা নির্মানকালে স্থানীয় সহিদুল ইসলাম সরদারকে ১৫ দিনের জেল ও ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এজরিমানা করা হয়।

অপররদিকে, উপজেলার শিবসা নদীর চর ভরাটি জমি দখল করে বাঁধ দেয়ার সময় ইউপি সদস্য বাবলুর সরদারকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক সরদারের ছেলে ইউপি সদস্য মো. বাবলুর সরদার শিবসা নদীর চর ভরাটি সম্পত্তিতে চিংড়ি ঘের করার জন্য ভেকু দিয়ে বাঁধ দিচ্ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন