হোম অন্যান্যসারাদেশ পাইকগাছায় দু-ব্যবসায়ীর মধ্যে বিরোধ, কপিলমুনি বিনোদগঞ্জ ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় দু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরম বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে কপিলমুনি (বিনোদগঞ্জ) ব্যবসায়ী সংগঠনের উদ্যেগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় বাজার ধান্য চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি নির্মল মজুমদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কোষাধ্যক্ষ তাপষ কুমার সাধু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় বিপ্লব সাধুর গুদাম ঘরের উপর বিধান বিশ্বাসের আম গাছের কয়েকটি ডাল ঝুলে পড়ে। ফলে গুদাম ঘরের নির্মান কাজ করতে সমস্যা হওয়ায় কয়েকটি ছোট ডাল কাটে বিল্পব সাধুর কর্মচারীরা। ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ দেখা দেয়। যা নিয়ে স্থানীয় বরফ মিলের মালিক বিধান বিশ্বাস নির্মাণ বিপনীর স্বত্বাধিকারী বিপ্লব সাধুর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ১৮ সেপ্টেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

সাংবাদিক সম্মেলনে যে তথ্য তুলে ধরা হয় সেই তথ্য গোপন করে ভিন্ন তথ্য উপস্থাপন করে আদালতের মামলার করে। একই বিষয় ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করায় সাংবাদিক সম্মেলনে বিস্ময় প্রকাশ করা হয়। এনিয়ে বিপ্লব সাধু বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতিতে আবেদন করেন। যার প্রতিবাদে প্রতিষ্ঠানের উদ্যেগে পাইকগাছা রিপোটার্স ইউনিটিসহ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি নির্মল মজুমদার, সম্পাদক আনোয়রুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাধন কুমার ভদ্র, আব্দুর রাজ্জাক রাজু রফিকুল ইসলাম, পবিত্র সাধু, রতন সাধু, জগদিশ চন্দ্র দে, হেদায়েত আলী টুকু, রামপ্রসাদ পালসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন