হোম খেলাধুলা পরপর পাঁচদিন ব্যাটিং করে খাজার রেকর্ড

খেলাধূলা ডেস্ক:

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা অনন্য এক রেকর্ড গড়েছেন। ব্যাট হাতে পরপর পাঁচ দিনই মাঠে নেমেছেন এই অজি ক্রিকেটার। তাতে ক্রিকেট ইতিহাসের ১৩তম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েন খাজা।

মঙ্গলবার (২০ জুন) প্রথম টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ দিন ব্যাট হাতে মাঠে নেমে উসমান খাজা ওই রেকর্ড বইয়ে নাম লেখান। ১৯৬০ সালে ভারতের ব্যাটসম্যান এম এল জয়সিংহ অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর পাঁচ দিন ব্যাটিং করে এই রেকর্ডে প্রথম নাম লিখিয়েছিলেন।

গত ১৬ জুন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ওই দিন ৩৯৩ রানে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করলে শেষ দিকে অজি ওপেনার হিসেবে মাঠে নামেন খাজা। করেন মাত্র ৪ রান। দ্বিতীয় দিনে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান তিনি। পেয়ে যান ১৫তম টেস্ট সেঞ্চুরির দেখা। দিন শেষ করেন ১২৬ রানে।

তৃতীয় দিনে ১২৬ রান থেকে আবার ব্যাটিং শুরু করেন অজি এই ওপেনার। দলীয় ৩৭২ রানে ওলি রবিনসনের বলে আউট হন খাজা। এর আগে ১৪১ রান করেন তিনি। এ দিনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৮৬ রানে। এরপরে বৃষ্টি বাধা কাটিয়ে ২ উইকেটে ২৮ রান করে দিন শেষ করে ইংল্যান্ড।

চতুর্থ দিনে ২৭৩ রান তুলতেই শেষ হয় ইংলিশদের ইনিংস। ফলে আবারও ব্যাট হাতে উইকেটে আসেন অজি ওপেনার খাজা ও ডেভিড ওয়ার্নার। এ দিন অস্ট্রেলিয়া তিন উইকেট হারালেও ৩৪ রানে অপরাজিত থাকেন উসমান খাজা। যেখান থেকে পঞ্চম দিনে ব্যাটিং শুরু করেন তিনি। আর তাতেই পরপর পাঁচদিনই ব্যাটিংয়ে নামার কীর্তি গড়েন তিনি।

২০২৩ সালে এখন পর্যন্ত উসমান খাজাসহ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান তেজনারায়ন চন্দরপল ও ক্রেইগ ব্র্যাথওয়েট এই রেকর্ড গড়েছেন। উইন্ডিজ এই দুই ব্যাটার পরপর পাঁচদিনে ব্যাটিংয়ের রেকর্ড গড়েন জিম্বাবুয়ের বিপক্ষে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন