হোম জাতীয় পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা

জাতীয় ডেস্ক :

ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক মিলে স্বামী হুমায়ুন কবিরকে (৩২) হত্যার অভিযোগ উঠেছে। নিহত হুমায়ুন সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর শাওন এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার( ২৫ জুন) সকালে তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে হুমায়ুন কবিরের নিজ ঘরে তার মৃতদেহ পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে চর জহিরউদ্দিনের পুলিশ ক্যাম্পের সদস্য মরদেহ উদ্ধার করেছে ।

এ সময় হুমায়ুন কবিরের স্ত্রী শারমিন বেগমের আচরণ সন্দেহজনক হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে বলেন, গভীর রাতে তার পরকীয়া প্রেমিক মো. লিটনসহ দুইজন মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।

শারমিনের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার( ২৬ জুন) সকালে চর শাওন গ্রাম থেকে পরকীয়া প্রেমিক লিটনকেও আটক করা হয়। গ্রেফতারকৃত মো. লিটন সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন ৩নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, প্রায় ৫ বছর আগে হুময়ায়ুন কবিরের সঙ্গে শারমিন বেগমের বিয়ে হয়। তাদের ২টি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের আগে থেকেই মো. লিটনের সঙ্গে শারমিন বেগমের প্রেমের সর্ম্পক ছিল।

তজুমদ্দিন থানা ওসি এসএম জিয়াউল হক জানান, পরকীয়া প্রেমিক মো. লিটন ও শারমিন হুমায়ুন কবিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন