হোম জাতীয় পদ্মা সেতু ব্যবহারের আইন সম্পর্কে মাইকিং

জাতীয় ডেস্ক :

পদ্মা সেতুতে দ্বিতীয় দিনের মতো যান চলাচল অব্যাহত রয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোটরসাইকেল পারাপার। মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আসায় যান চলাচলের চাপ কমে গেছে। তবে আগের মতোই চলছে যাত্রীবাহী বাস মাইক্রো ও প্রাইভেটকার। এদিকে টোল প্লাজার সামনে গাড়ির ওজন মাপার ব্যবস্থা না থাকায় ওজন না মেপেই পার হচ্ছে গাড়ি। এদিকে সেতু ব্যবহারের আইন জনসচেতনতায় কিছুক্ষণ পরপর মাইকিং করে প্রচার করা হচ্ছে।

সোমবার (২৭ জুন) সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা বা সেতুর ওপর গাড়ি থেকে নামতে কাউকে দেয়া হচ্ছে না। সেতুর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

পদ্মা সেতুর টোল প্লাজায় সেতু বিভাগের দায়িত্বরত প্রকৌশলী আবুল হোসেন জানান, সেতুর আইন অমান্য করে অতি উৎসাহীরা সেতুর ক্ষতি সাধনের চেষ্টা করছে। সেতুতে নাট বল্টু খুলেছে। ছবি তুলে আইন অমান্য করেছে। সেতুতে যানজটের সৃষ্টি করে। যার কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেতুর নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রবির আলম পদ্মা সেতুর নিরাপত্তার বিষয়ে প্রেস ব্রিফিং করেন সেতুর জাজিরা প্রান্তে বিকেল চারটায়। তিনি জানান, পদ্মা সেতুর নিরাপত্তার জন্য সেনাবাহিনীর তৎপরতা রয়েছে।

সেতুতে নিরাপত্তার জন্য গাড়ি থেকে কাউকে নামতে দেয়া হবে না। সেতুতে দাঁড়িয়ে ছবি তুলতে দেয়া হবে না। মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মোটরসাইকেল নিয়ে প্রথম দিনে প্রবেশ করে সেতুর আইন ভঙ্গ করেছে অনেকে। সেতুর মাঝে দাঁড়িয়ে থেকে তারা যানজট তৈরি করেছে। এ কারণেই সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া কর্তৃপক্ষ প্রতি দুই মিনিট পরে পরে মাইকিং করে জনসচেতনতায় সেতু ব্যবহারের ঘোষিত আইন প্রচার করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন