হোম জাতীয় পদ্মায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা, আটক ৭

জাতীয় ডেস্ক :

শরীয়তপুরের কাঁচিকাটায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলেদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮৩ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। সাতজন জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে শরীয়তপুরের কাঁচিকাটায় এ ঘটনা ঘটে। এ সময় ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, বুধবার ভোর থেকে সকাল ১০ টার পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে শরিয়তপুরের কাঁচিকাটা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ মা ইলিশ শিকারিদের ধরতে অভিযানে চালায় তারা। ভোরে পদ্মা নদীর শরিয়তপুরের কাঁচিকাটা এলাকায় এলে মৌসুমি জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পোড়া মাটির চাতকি নিক্ষেপ করতে থাকে।

‘এ সময় ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়। পাল্টা জবাবে নৌ পুলিশ ৮৩ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশের গুলি বর্ষণে অবৈধ ইলিশ শিকারিরা ছত্রভঙ্গ হয়ে যায়।’

তিনি আরও জানান, অভিযানে পদ্মা নদী হতে প্রায় ৩১ লাখ মিটার অবৈধ ইলিশ ধরা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ সময় তিনটি ট্রলারসহ ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন