হোম জাতীয় পদ্মায় জেলের জালে উঠে এলো ২৬ কেজির বাঘাইড়

জাতীয় ডেস্ক :

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মে) সকালে পদ্মার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে অছেল হালদারের জালে জোরে টান পড়ে। সঙ্গীদের নিয়ে দ্রুত জাল টেনে নৌকায় তুললে মাছটি ওঠে আসে। মাছটিকে নদী থেকে আড়তে নিলে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান।

জানা গেছে, মাছটিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের আড়তে নিলে ডাকের মাধ্যমে চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেন।

চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।

মঙ্গলবার সকালে ২৬ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পরার পর ৩১ হাজার ২০০ টাকায় কিনে নিয়ে মাছটিকে ফেরিঘাটের পন্টুন সঙ্গে রাখা হয়েছে। একটু বেশি দামে বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন