হোম জাতীয় পদ্মাসেতু দিয়ে রাজধানীর হাটে আসছে কোরবানির পশু

জাতীয় ডেস্ক:

ঘনিয়ে আসছে ঈদ উল আজহা। কোরবানির ঈদ উপলক্ষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মাসেতু রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে পশু।

বুধবার (২১ জুন) পদ্মাসেতু এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

কোরবানির ঈদের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। এর মধ্যেই রাজধানীতে বসতে শুরু করছে পশুর হাট। আর হাটগুলোতে পশুর যোগান দিতে দক্ষিণ বঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসছে গরু ও ছাগল।

দক্ষিণ বঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু আসছে ঢাকায়। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

আগে প্রতিবছর দক্ষিণবঙ্গ থেকে পশু আসতে ফেরিতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় হলেও বর্তমানে পদ্মাসেতুর কল্যাণে সেই চিত্র পাল্টে গেছে। পদ্মাসেতু দিয়ে দ্রুততম সময়ে রাজধানীর হাটগুলোতে পৌঁছে যাচ্ছে কোরবানির পশু।

পশু বহনকারী এক ট্রাক চালক তাপস জানান, প্রতিবছর গরু নিয়ে আসতে অনেক সময় লাগত। তবে এখন মাত্র কয়েক ঘণ্টাতেই গরু নিয়ে ঢাকায় চলে আসা যায়।

পদ্মাসেতু দিয়ে এভাবে ট্রাকে করে গরু রাজধানীর বিভিন্ন হাটে সরবরাহে জন্য নেয়া হচ্ছে। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

রহিম আলী নামে আরেক ট্রাক চালক জানান, পদ্মাসেতু হওয়ায় ঝামেলা অনেক কমেছে। আগের মতো গরু অসুস্থ হয় না। আমরাও শান্তিতে যাতায়াত করতে পারি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পদ্মাসেতু টোল প্লাজায় দায়িত্বরত এক কর্মকর্তা জানান, গরুর গাড়ির যাতায়াত শুরু হয়েছে। এখন চাপ তেমন বাড়েনি। দুই-একদিনের মধ্যে চাপ বাড়বে।

তবে প্রতিবছর রাস্তায় গরুর গাড়িতে চাঁদাবাজির ঘটনা ঘটলেও, এবার এখনও তেমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ট্রাক চালক ও খামারিরা। তারা বলেন, চাপ না বাড়ায়; চাঁদাবাজরা এখনও সক্রিয় হয়ে ওঠেনি।

আব্দুল্লাহ নামে এক খামারি জানান, মাদারীপুর থেকে ঢাকায় ১০টি গরু নিয়ে যাচ্ছি। ট্রাকের ভাড়া পড়ছে ১০ হাজার ৫০০ টাকা। তবে রাস্তায় চাঁদাবাজি ও পুলিশ হয়রানির কোনো ঘটনা ঘটেনি। মাহ আলম নামে এক ট্রাক চালক বলেন, প্রতিবছর বিভিন্ন জায়গায় গাড়ি আটকে চাঁদা তোলে। এবার এখনও এদের উপদ্রব শুরু হয় নাই। সামনে দিন যত ঘনিয়ে আসব, তাদের উৎপাত তত বাড়ব।

কোরবানির পশুর হাটে বিক্রির জন্য গরু ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছেন এক খামারি। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

তবে ধলেশ্বরী টোল প্লাজার কাছে টহলরত এক পুলিশ কর্মকর্তা ইউসুফ বলেন, যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন থানার পুলিশরা মহাসড়কে দায়িত্ব পালন করছে।

এছাড়া কোনো সমস্যা হলে নিঃসংকোচে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন