হোম অন্যান্যসারাদেশ পদ্মপুকুর বন্যতলায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

পদ্মপুকুর বন্যতলায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু ! পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন। প্রতিবেশীদের শান্তনা।

গতকাল বেলা আনুমানিক ১১ পদ্মপুকুর ইউনিয়নের প্রতাপনগর সংলগ্ন বন্যতলা গ্রামের আফসার পাড়ের ৩য় শিশু কন্যা সুমাইয়া সুলতানা (৪) বাড়ির সামনে আম্ফান ইয়াস নদীর জোয়ার ভাটায় সৃষ্টি হওয়া বন্যতলার মূল ভাঙ্গন ক্লোজার খালে খেলা ধুলা ও কাঁকড়া ধরার থোপা দেওয়ার এক পর্যায়ে লোকচক্ষুর আড়ালে পানিতে পড়ে মৃত্যুর এ দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন