আন্তর্জাতিক ডেস্ক :
আবারও মুখ খুললেন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ গ্রেফতার হওয়া প্রভাবশালী তৃণমূল নেতা ও সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার তিনি বলেছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ইস্যু নিয়ে। পার্থর উত্তর, এবারের ভোটে তৃণমূলই জয় পাবে।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্রীকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় সংস্থা সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের কথিত পরিচিত অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। এ ঘটনায় পার্থকে সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কলকাতার আলিপুর পুলিশ কোর্টে তোলা হয়। সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্ন ছিল এবারের পঞ্চায়েত ভোটে কে জিতবে? সেই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস।
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এ রকম মন্তব্য শুনে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, দিদির কাছে নম্বর বাড়ানোর জন্য এ ধরনের মন্তব্য করেছেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, আসলে জেলে থাকা নেতার কথার কোনো মূল্য নেই।
নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করলেও তিন স্তরের নির্বাচন আগামী বছরের এপ্রিলে হতে পারে বলে মনে করা হচ্ছে। সবশেষ পঞ্চায়েত ভোট হয়েছিল ২০১৮ সালে। ওই নির্বাচনে প্রায় ৩০ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক তৃণমূল জয়লাভ করে।
ভোট হয়েছে এমন অনেক জায়গায় বিরোধীরা প্রচার করতে পারেনি এমন অভিযোগও রয়েছে শাসক দলের বিরুদ্ধে। এবারও সেই নির্বাচন সামনে রেখে শাসক তৃণমূল এবং বিরোধী শিবির নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া লড়াই শুরু করেছে।
