হোম জাতীয় পঞ্চগড়ে পাওয়া গেল ৯৩ লাখ টাকার মূর্তি

জাতীয় ডেস্ক :

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম।

এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস-এর চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ী সরদারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

মূর্তিটির সিজার মূল্য ধরা হয়েছে ৯৩ লাখ ১০ হাজার টাকা।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম সময় সংবাদকে বলেন, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বেতবাড়ী সরদারপাড়া এলাকায় খড়েরপালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘এর আগেও গত অক্টোবরে পঞ্চগড় সীমান্তে আমরা ৯৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করেছিলাম। সেটি বর্তমানে মিউজিয়ামে রাখা হয়েছে। এদিকে নতুন করে পাওয়া কষ্টিপাথরের মূর্তিটিও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হবে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন