হোম অন্যান্যসারাদেশ নয়াদিগন্ত প্রকাশিত মহাকালের মহানায়ক গ্রহন করলেন এমপি জ্যাকব
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়াদিগন্ত কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ম্যাগাজিন মহাকালের মহানায়ক গ্রহন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও ১১৮ ভোলা -৪ চরফ্যাসন-মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
গতকাল জাতীয় সংসদ ভবনে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয়ে জাতীয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চরফ্যাসন প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামানের হাত থেকে মহাকালের মহানায়ক নামক ম্যাগাজিনটি গ্রহন করেন এমপি জ্যাকব।
এ সময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় দৈনিক নয়াদিগন্ত কর্তৃক প্রকাশিত  মহাকালের মহানায়ক ম্যাগাজিনটিতে অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য উপস্থাপন করা হয়েছে যা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে সহায়তা করবে।
বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের লেখা আমার বঙ্গবন্ধু,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা সেই দুঃখের দিনে কি ঘটেছিল? বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার লেখা ১৫ আগস্ট শোকাহত  হৃদয়ের ভাব এবং সংবিধান প্রনেতা ও রাজনীতিবীদ ড.কামাল হোসেনের লেখা মানুষকে আপন করার জাদুকর ছিলেন বঙ্গবন্ধু আমার নিকট খুবই ভালো লেগেছে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়াদিগন্ত কর্তৃক এ ম্যাগাজিনটি প্রকাশ করায় তিনি  নয়াদিগন্ত সম্পাদক প্রকাশক সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন