হোম জাতীয় নয়পল্টনে ক্রাইম সিন তুলে নিল পুলিশ

জাতীয় ডেস্ক:

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্রাইমসিন ফিতা তুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ফিতা তুলে নেওয়া হয়। তবে বিএনপি কার্যালয় আগের মতই তালাবদ্ধ রয়েছে। কার্যালয় ও এর আশপাশে কোনো নেতাকর্মী দেখা যায়নি। কার্যালয়ের দুই পাশেই যথারীতি পুলিশ মোতায়ন রয়েছে।

গত শনিবার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। এরপর শনিবার রাত থেকে বিএনপি কার্যালয়ের সামনের কিছু অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। পরদিন রোববার সেখান থেকে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি।

এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন তারা। সকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘিরে নয়াপল্টন এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নয়াপল্টন এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে বিএনপি কার্যালয়ের পাশে অবস্থিত পূবালী, রুপালী, আইএফআইসি, আইসিবি ইসলামিক ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক খোলা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন