হোম অন্যান্যসারাদেশ নড়াইল সদরের চর-শালিখা পূর্ব পাড়ায় গৃহস্থের ১০ বসত ঘর আগুনে পুড়ে ছাই

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদরের বাশঁগ্রাম ইউনিয়নের চর-শালিখা পূর্ব পাড়ায় গৃহস্থের ১০ বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (০৫ জুন)  বিকাল ৪টার দিকে গৃহস্থ চান মিয়া শেখের রান্না ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তখন বাড়ির বেশীর ভাগ মানুষ জৈাষ্ঠের তপ্ত গরমে দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন, অন্যরা যার যার কাজে ছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গৃহস্থ ও তার ৫ ছেলের বসত ঘরে। আর তাতে পুড়ে গেছে ১০ টি বসত ঘর আসবাব সহ গোলার ফসল, আর তার স্বপ্ন।

ঘর গুলো কাছাকাছি হওয়ায় আগুন এক ঘর হতে আরেক ঘরে ছড়িয়ে পড়ে দ্রুত। প্রতিবেশীরা ছুটে এসে স্থানীয় ভাবে ডোবা নালা থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে। তাতে সমস্যা আরো বেড়ে যায়। দিনের তাপমাত্রার সাথে আগুন মিলে টিনের ঘরে দ্রুত ছড়ায়। সামন্য পানি পেয়ে তপ্ততা বেড়ে যায়। চালের টিন সহ স্ক্রু ছুটতে থাকে। নড়াইল ফায়ার সার্ভিসে খরব দিলে তারা সময়মত পৌছাঁতে না পারায়, লোহাগড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে পৌছাঁতে পৌছাঁতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ১৫শ মন ধান অন্যান্য ফসল সোনা নগদ টাকা সহ অর্ধ কোটি টাকার সমপরিমান বলে ক্ষতিগ্রস্থরা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন