নড়াইল অফিস :
৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারী নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন। ৩১ ডিসেম্বর দুপুরে নড়াইল সদর পৌরসভায় বি এনপির মনোনয়নপ্রাপ্ত জুলফিকার আলী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় আ.লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও মনোনয়নপত্র জমা দেন। এদিকে কালিয়ায় আ.লীগের মনোনয়ন পাওয়া ওহিদুজ্জামান হীরা ও বিএনপি প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু, মনোনয়ন জমা দেন। এ নিয়ে এই দুই পৌরসভায় আ.লীগের কয়েকজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারী এই দুই পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়পত্র জমাদানের শেষদিন। ৩ জানুয়ারী মনোনয়ন বাছাই এবং ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে।
S
