নড়াইল অফিস :
নড়াইল কালনা সড়কের নাকসী মাদ্রাসা এলাকায় দাড়িয়ে থাকা মাটিবাহী ট্রলির সংর্ঘষে মোটর সাইকেল চালক সোহেল রানা নিহত হয়েছে। শনিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (৩৫), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। সে নড়াইলের রম্নপগজ্ঞ বাজারের সোহাগ ষ্ট্রীল দোকানের ষ্ট্রীলের বাক্স তৈরীর কাজ করত। রাতে মোটর সাইকেল চালিয়ে ষ্ট্রীলের দোকান থেকে বাড়ী ফিরতে ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটর সাইকেল চালিয়ে ষ্ট্রীলের দোকান থেকে বাড়ী ফেরার পথে নড়াইল-কালনা সড়কের নাকসী মাদ্রাসা এলাকায় রাস্তার উপর দাড়িয়ে থাকা মাটিবাহি ট্রলির সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সোহেল রানা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনর্চাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
s
